‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ধরনের সহিংস ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপিনেত্রী নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে দুদিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিভিন্ন এলাকা। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
আজ শনিবার সকালেও উত্তেজনা ছড়ায় হাওড়ার পাঁচলায়। এমন পরিস্থিতিতে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন মমতা।
শনিবার এক টুইটে মমতা লিখেছেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পেছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু, এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’