পুতিনের অসুস্থতার খবর ‘গুজব’ : ল্যাভরভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার সংবাদকে ‘সত্য নয়’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। আজ সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিনই জনসম্মুখে আসছেন।
ফ্রান্সের টিএফওয়ান টেলিভিশনকে ল্যাভরভ বলেন, ‘আপনারা প্রেসিডেন্ট পুতিনকে টেলিভিশনে দেখতে পাচ্ছেন। তাঁর ভাষণ শুনতে বা পড়তে পারছেন। আমি মনে করি না কেউ তাঁর মধ্যে অসুস্থতার লক্ষণ দেখতে পাচ্ছেন।’
ল্যাভরভ আরও বলেন, ‘যারা প্রেসিডেন্ট পুতিনের অসুস্থতার গুজব ছড়াচ্ছেন, বিষয়টি আমি তাঁদের বিবেকের ওপর ছেড়ে দিচ্ছি।’
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকার ‘স্বাধীনতা’ রাশিয়ার প্রধান বা ‘নিঃশর্ত অগ্রাধিকার’ বলেও মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।