পুতিনের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ আজ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মঙ্গলবার মস্কোতে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এ সাক্ষাৎ নিয়েও খুব একটা প্রত্যাশা নেই বলেই মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, অবরুদ্ধ মারিউপোল শহর পুতিন ও গুতেরেসের আলোচনার একটি মূল বিষয় হতে পারে। শহরটি নিয়ন্ত্রণের দাবি করলেও রুশ বাহিনী এখনও আজভস্টাল স্টিল প্ল্যান্ট দখল করতে পারেনি বলে জানা গেছে।
ইউক্রেনীয় বাহিনী আজ মঙ্গলবার সকালে জানিয়েছে, রুশ বাহিনী ওই প্ল্যান্টে এখনও অবরোধ অব্যাহত রেখেছে।
এদিকে, আজভস্টালের অভ্যন্তরে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একটি মানবিক করিডোর তৈরির নিশ্চয়তা দিতে গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
রাশিয়া সফরের পর জাতিসংঘের প্রধান আগামী বৃহস্পতিবার কিয়েভ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন।