পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইব্রাহিম রায়িসি
আলোচনার জন্য আগামী সপ্তাহে মস্কোতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে স্বাগত জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে দুই দেশের প্রেসিডেন্টের মাঝে বহুল আলোচিত ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের বিষয়ে আলোচনা হতে পারে।
রোববার রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া-১ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির মস্কো সফরের তথ্য জানিয়েছে। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে ঠিক কবে সাক্ষাৎ হবে এবং কোন বিষয়ে তারা আলোচনা করবেন তা জানায়নি এই টেলিভিশন চ্যানেল। খবর ইউরো নিউজের।
সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ওই চুক্তি বাঁচানোর পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। বিশ্ব শক্তির-যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবনে সহায়তার চেষ্টা করছে রাশিয়া।
ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে ২০১৫ সালে স্বাক্ষরিত এই চুক্তিকে অকার্যকর ঘোষণা করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হয়ে ইরান পারমাণবিক সেই চুক্তির অনেক বিধি-নিষেধ লঙ্ঘন করে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেছেন, পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনায় অগ্রগতি হয়েছে।
যদিও বিশ্ব শক্তির দেশগুলোর সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের পরোক্ষ আলোচনা যখন চলছে, সেই সময় চিরবৈরী শত্রু ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বাড়ছে।