পুতিনের ‘বিলাসবহুল প্রাসাদ’ নিয়ে প্রামাণ্যচিত্র, ১০ দিনে ১০ কোটি ভিউ
রাশিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল প্রাসাদ রয়েছে। সম্প্রতি একটি প্রামাণ্যচিত্রে এমনটি দাবি করা হয়েছে।
পুতিনের কট্টর বিরোধী হিসেবে পরিচিত কারাবন্দি নেতা অ্যালেক্সেই নাভালনি নির্মিত প্রামাণ্যচিত্রটি তাঁর লোকজন গত ১৯ জানুয়ারি ইউটিউবে প্রকাশ করে। আজ শুক্রবার পর্যন্ত এটি ১০ কোটির বেশি বার দেখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে নাকচ করে দিয়ে জানিয়েছেন, ওই প্রাসাদটি তাঁর নয়। এমনকি তাঁর পরিবারের কোনো সদস্যেরও নয়।
ইউটিউবে প্রামাণ্যচিত্রটির শিরোনাম দেওয়া হয়, ‘পুতিনের প্রাসাদ, পৃথিবীর সবচেয়ে বড় ঘুষের ইতিহাস।’
বিষ প্রয়োগে অসুস্থ হওয়ার পাঁচ মাস পর ১৭ জানুয়ারি রাশিয়ায় ফেরার পর বিমানবন্দরেই গ্রেপ্তার করে ৩০ দিনের জেল দেওয়া হয় নাভালনিকে। জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর নাভালনি সুস্থ হয়ে ওঠেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী এই নেতাকে গত বছর আগস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি।