পুতিন অসুস্থ এমন কোনো গোয়েন্দা তথ্য নেই : সিআইএ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অসুস্থ’, সম্প্রতি এমন গুজব ছড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কেউ কেউ বলছিলেন, তিনি সম্ভবত ক্যানসারের সঙ্গে লড়ছেন। কিন্তু, সিআইএর পরিচালক বলেছেন, ৭০ বছর বয়সি পুতিনের অসুস্থতা সম্পর্কিত কোনো গোয়েন্দা তথ্য তাঁদের কাছে নেই।
ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, এক প্রশ্নের উত্তরে মার্কিন গোয়েন্দা সংস্থাটির পরিচালক উইলিয়াম বার্নস মজা করে বলেন, পুতিনকে ‘খুব সুস্থই’ মনে হয়েছে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেওয়ার সময় এ মন্তব্য এসেছে।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক মনোযোগ ‘শুধু পূর্বে’, বরং পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে এ ধরনের অস্ত্র সরবরাহ করার পরে মস্কোর কৌশল বদলে গেছে।
কলোরাডোর অ্যাস্পেন সিকিউরিটি ফোরামে বার্নস বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য নিয়ে অনেক গুজব রয়েছে এবং যত দূর আমরা বলতে পারি তিনি সম্পূর্ণ সুস্থ।’
তবে, এটি আনুষ্ঠানিক কোনো গোয়েন্দা তথ্য নয় বলেও উল্লেখ করেন সিআইএ’র পরিচালক।
বার্নস জানান, মস্কোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে রুশ প্রেসিডেন্টকে পর্যবেক্ষণ করেছেন তিনি।