পুতিন হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন : নিনা ক্রুশ্চেভা
সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা নিকিতা ক্রুশ্চেভের প্রপৌত্রী নিনা ক্রুশ্চেভা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়ে রেখেছেন।’ বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক নিনা ক্রুশ্চেভা বিবিসিকে বলেছেন, তিনি বিশ্বাস করেন, ভ্লাদিমির পুতিন যুদ্ধে জয় দাবি করতে একপর্যায়ে গিয়ে যা প্রয়োজন তাই করবেন।
নিনা ক্রুশ্চেভা বলেন, ‘যুদ্ধটিতে পুতিন যেকোনো মূল্যে জিততে চাইছেন। জয় নিশ্চিত করতে পুতিন এক সময় হয়তো কৌশলগত পরমাণু অস্ত্রকে অনেকগুলো উপায়ের মধ্যে একটি হিসেবে বিবেচনা করতে পারেন। (তবে,) আমি তেমনটাই (হবে), সে ভবিষ্যদ্বাণী করছি না।’
নিউইয়র্কের নিউ স্কুলের রাশিয়া বিষয়ক গবেষক নিনা ক্রুশ্চেভা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরোনো সমালোচক। নিনার আশঙ্কা—পুতিন ইউক্রেনের মাটিতে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে।
গত মাসে ইউক্রেনে আগ্রাসনের পর নিনা ক্রুশ্চেভা বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণে ঘটনায় তিনি মর্মাহত। তিনি বলেন, ‘আমার প্রপিতামহ বেঁচে থাকলে ইউক্রেন আগ্রাসনকে নিন্দনীয় বলতেন।’