প্রকাশ্যে এলেন তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা
মৃত্যুর গুজব উড়িয়ে প্রকাশ্যে এলেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তালেবানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি মাদ্রাসা পরিদর্শন করতে দেখা গেছে তাঁকে। আজ রোববার তালেবানের দুটি সূত্র এমনটি জানিয়েছেন।
তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাঁর উপস্থিতিতে গতকাল শনিবার কান্দাহারে জামিয়া দারুল উলুম হাকিমিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা আখুন্দজাদা।
যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ার পর গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এই গোষ্ঠীরই সর্বোচ্চ নেতা আখুন্দজাদা। ২০১৬ সাল থেকে তালেবানের রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়ে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হিসেবে এই পদে আছেন তিনি।
তালেবানের সর্বোচ্চ এই নেতার একটি মাত্র ছবির সত্যতা যাচাই করতে সক্ষম হয়েছে রয়টার্স। ছবিটি ২০১৬ সালের মে মাসে তালেবানের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।