‘প্রতিশোধ নিতে’ ২৫০ কুকুর হত্যা, দুই বানর আটক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বনদপ্তর দুই বানরকে ধরেছে। অভিযোগ রয়েছে—এ দুই বানর কমপক্ষে ২৫০টি ছোট কুকুর ও কুকুরছানা হত্যা করেছে। খবর এনডিটিভির।
দুই বানরকে ধরার জন্য মহারাষ্ট্রের বিড় শহরের যায় রাজ্যের নাগপুর বনদপ্তরের একটি বিশেষ দল যায়। বানর দুটিকে ধরে নাগপুর নিয়ে আসা হয়েছে।
বিড়ের বন কর্মকর্তা শচীন কান্ড জানান, কয়েক মাস ধরে দুই বানর লাভোল এবং এর আশপাশের গ্রামে কুকুরের বাচ্চা দেখলেই ধরে নিয়ে উঁচু স্থানে চলে যেত, তারপর উঁচু থেকে ছুঁড়ে ফেলে দিত। এভাবে একের পর এক কুকুরের বাচ্চা মেরেছে তারা।
এর আগে ওই অঞ্চলে একটি বানরছানাকে বাচ্চাকে মেরে ফেলেছিল কয়েকটি কুকুর। তার পর থেকেই দুই বানর প্রতিশোধ নিতে থাকে। সম্প্রতি ওই দুই বানর কয়েকজন স্কুলশিক্ষার্থীকেও আক্রমণ করে। তার পর গ্রামবাসীরা বনদপ্তরে গিয়ে নালিশ করে।
দুই বানরের তাণ্ডবে যে কেবল গ্রামবাসী বা বনদপ্তরের কর্মীরা চমকে গেছেন তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়েছে। পক্ষে-বিপক্ষে কথা বলছেন নেটিজেনরা। মজা করে পোস্টও হয়েছে বিস্তর। সবমিলিয়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বানরকাণ্ড।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই বানরকে কিছুদিনের মধ্যে নাগপুরের কাছের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।