প্রথমদিনই এক কোটি অবৈধ অভিবাসীকে নাগরিকত্বের পথ দেখাবেন বাইডেন
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত এক কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে বিল পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি।
বাইডেনের বিল পরিকল্পনায় যুক্ত চারজনের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হোয়াইট হাউসে প্রথমদিনই বাইডেন যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব সংশ্লিষ্ট আইনের ঘোষণা দেবেন।
নির্বাচনী প্রচারণায় বাইডেন এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্বের পথ সুগম করার কথা বলে আসলেও করোনা মহামারি ও অর্থনীতিসহ অন্যান্য অগ্রাধিকারের বিষয় রেখে এই ইস্যুটিকে ঠিক কতটা দ্রুত সমাধান করবেন, তা পরিষ্কার নয়। সবার হয়তো ভালো মতোই মনে আছে, ২০০৯ সালে শুরুর বছরেই অভিবাসন বিল প্রস্তাবকারী প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা তাঁর দ্বিতীয় মেয়াদ পর্যন্ত কিছু না করেই পার করে দেন।
ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের নির্বাহী পরিচালক মেরিলেনা হিনক্যাপি এপিকে বলেন, ‘ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি থেকে বেরিয়ে আসার পথে এটি হবে ঐতিহাসিক ঘটনা। যেখানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ সবাইকে নাগরিকত্বের পথ দেখানো হবে।’
বাইডেনের আসন্ন বিল সম্পর্কে ব্রিফ করা হয়েছে মেরিলেনাকে। এ ছাড়া বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন শনিবার বলেন, ‘প্রথমদিনই’ বাইডেন কংগ্রেসে অভিবাসন বিল পাঠাবেন। তবে বিস্তারিত কিছু বলেননি তিনি।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সঠিক সংখ্যা জানা প্রায় অসম্ভব। পিউ রিসার্চ সেন্টারের মতে, ২০১৭ সালে এক কোটি পাঁচ লাখ অবৈধ অভিবাসী ছিলেন। ২০০৭ সালে এ সংখ্যা ছিল এক কোটি ২২ লাখ।
অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের তথ্য মতে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক কোটি ২০ লাখ অবৈধ অভিবাসী ছিলেন। এদের ৮০ শতাংশই ১০ বছরের বেশি সময় ধরে দেশটিতে বসবাস করছেন। এবং এদের অর্ধেকের বেশি মেক্সিকান।