প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পাচ্ছে মেরিল্যান্ড
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ওয়েস মুর। দায়িত্ব নিলে তিনি হবেন অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয়ভাবে তৃতীয় নির্বাচিত কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবেও নাম লেখাতে চলেছেন তিনি। খবর ইউএসএ টুডের।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ হয়। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের ১০০টি আসনে মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে লড়াই হচ্ছে।
এবারের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল পাওয়া না গেলেও এরই মধ্যে বেশ কয়েকটি ইতিহাস রচিত হয়েছে। মেরিল্যান্ড যেমন প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেয়েছে, তেমনি ম্যাসাচুসেটস পেয়েছে প্রথম সমকামী গভর্নর। হ্যাম্পশায়ারের ভোটাররা অঙ্গরাজ্যের আইনসভার জন্য প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডারকে নির্বাচন করেছে।
এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে নারী ও তরুণদের নতুন প্রতিনিধিত্ব দেখা গেছে। আরকানসাস অঙ্গরাজ্যে প্রথমবারের মতো কোনো নারী গভর্নর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রথমবারের মতো ‘জেনারেশন-জেড’ (১৯৯৭-২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী)–এর অন্তর্ভুক্ত কেউ কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পেতে বিলম্ব হতে পারে। বিশেষ করে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়া আসনগুলোয় ভোট পুনর্গণনা হয়ে থাকে।