‘প্রিয় বন্ধু’ পুতিন-জিনপিং
বন্ধুত্ব তো কত রকমেরই হয়। আর বন্ধুত্ব সব সময়ই বিশেষ। আর সেই বিশেষ বন্ধুত্ব আরও বিশেষ হয়ে উঠল শি জিনপিংয়ের রাশিয়া সফরে। চীনের প্রসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার ( ২০ মার্চ) মস্কোর ক্রেমলিনে পৌঁছেন। দেশটির প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন তিনি।
ওই সময় দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র পুতিন ও জিনপিং একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। শুধু সম্বোধনই নয়, এই বন্ধুত্ব অটুট থাকবে বলে আবারও দৃঢ়ভাবে ঘোষণা করেন তারা। এছাড়া দুই দেশের নীতি ও পরিকল্পনা সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তা অব্যাহত রাখারও ঘোষণা দেন দুই ‘প্রিয় বন্ধু’।
এর আগে মস্কোয় পৌঁছলে পুতিনের বিশেষ সামরিক বাদ্যযন্ত্রী দল জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ দিন সন্ধ্যায় ‘প্রিয় বন্ধু’ জিনপিংকে রাশিয়ার স্পেশাল ও ঐতিহ্যবাহী মদ, দেশটির উত্তরাঞ্চলের পিচোরা নদীর বিখ্যাত ‘নেলমা মাছ’, কোয়েল পাখির মাংস, সামুদ্রিক মাছের স্যুপ, পেনকেকসহ বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করেন পুতিন।