ফাতেমা (রা.)-কে নিয়ে নির্মিত ব্রিটিশ সিনেমা মরক্কোয় নিষিদ্ধ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মেয়ে ফাতেমা (রা.)-কে নিয়ে নির্মিত ব্রিটিশ সিনেমা ‘দ্য লেডি অব হ্যাভেন’ নিষিদ্ধ করেছে মরক্কোর সরকারি সিনেমা কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।
মরক্কোর সুপ্রিম উলামা কাউন্সিল জানায়, ‘সিনেমাটিতে ইসলামের প্রতিষ্ঠিত তথ্যকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা হিসেবে দেখানো হয়েছে।’
এর আগে সিনেমাটির বিরুদ্ধে যুক্তরাজ্য, মিসর, পাকিস্তান, ইরান ও ইরাকে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। গত ৩ জুন যুক্তরাজ্যে কয়েকটি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাওয়ার পর বেশ কয়েকটি সিনেমা হলের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর চলচ্চিত্রটির প্রদর্শনী বাতিল করে ব্রিটিশ সিনেমা কোম্পানি সিনেওয়ার্ল্ড। কোম্পানিটি জানায়, কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত।
এরও আগে এক লাখ ২০ হাজারের বেশি লোকের গণস্বাক্ষর করা একটি পিটিশনে ব্রিটেনের সিনেমা হল থেকে ‘দ্য লেডি অব হ্যাভেন’ সিনেমাটি নামিয়ে ফেলার আবেদন জানানো হয়।