ফিলিস্তিনের জনগণকে ইসরায়েলি প্রেসিডেন্টের ঈদের শুভেচ্ছা
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ফিলিস্তিনের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলার সময় ফিলিস্তিনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান ইসরায়েলি প্রেসিডেন্ট।
ফোনে মাহমুদ আব্বাসকে আইজ্যাক হার্জগ বলেন, ‘এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার’ ব্যাপারে তিনি আশাবাদী। ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
এ ছাড়া ইসরায়েলি প্রেসিডেন্ট আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও কথা বলেছেন। এ সময় তাঁদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আইজ্যাক হার্জগ।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত পবিত্র রমজান মাসে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়, বিশেষ করে আল-আকসা মসজিদে রমজানের নামাজকে কেন্দ্র করে। এর জেরে জেরুজালেমের আল-আকসায় কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়।