ফের করোনার প্রকোপ, মুম্বাইয়ে আজ থেকে ১৪৪ ধারা
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আবার করোনার প্রকোপ শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শহরটিতে ১৪৪ ধারা জারি করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার।
ভাইরাসের বিস্তার ঠেকাতে মহারাষ্ট্র সরকার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সরকার বলেছে, এবার নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে কোনো পার্টির আয়োজন করা যাবে না। অর্থাৎ রেস্তোরাঁ, পাব, আবাসিক হোটেল, পানশালা, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না।
মুম্বাইয়ে হঠাৎ সংক্রমণ বাড়ায় রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন। গতকাল প্রায় আড়াই হাজার শনাক্ত ও করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর পর ওই উদ্বেগ আরও বেড়েছে।
নতুন বছর উপলক্ষে জনসমাগম ঠেকাতে গতকাল কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার।
গতকাল বুধবার শুধু মুম্বাইয়ে দুই হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। গোটা রাজ্যে ওমিক্রন শনাক্ত হয় ৩৮ জনের। তাঁদের কেউই সম্প্রতি বিদেশফেরত নন।