বন্ধ হচ্ছে বিবিসি বাংলাসহ দশটি ভাষার রেডিও
বিবিসি বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বলা হচ্ছে, অর্থনৈতিক টানাপোড়েনের মুখে ৮১ বছর চলার পর বন্ধ হচ্ছে বিবিসির রেডিও সার্ভিস। শুক্রবার বিবিসি জানায়, বাংলা ছাড়াও বন্ধ হচ্ছে আরবি, ফার্সি, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু ভাষার রেডিও সম্প্রচার। খবর বিবিসির।
১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিলো বিবিসি বাংলার রেডিও কার্যক্রমের।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার প্রস্তাব করা হয়, যার উদ্দেশ্য দুই কোটি ৮৫ লাখ পাউন্ড খরচ সাশ্রয় করা। তবে, কোনো ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এবং অনেকগুলো অনলাইন কার্যক্রম পরিচালনা করা হবে।
বিবিসি বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমন্বিত চাপই তাদেরকে এই কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে গেছে।