বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীকে ত্রাণ নিয়ে যেতে বললেন কিম
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন দেশটির সেনাবাহিনীকে সম্প্রতি ভারি বর্ষণে বিপর্যস্ত এলাকাগুলোতে ত্রাণকাজে নামতে বলেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কয়েকদিন আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বন্যায় হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল। প্রাকৃতিক এ দুর্যোগে কৃষিজমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বলেছিল তারা।
জুনে কিম জং উন উত্তর কোরিয়ার খাদ্য পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলেছিলেন।
গত বছরের ঘূর্ণিঝড় ও এর ফলে সৃষ্ট বন্যায় শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ বছরের ফসলের ওপর তাই অনেক কিছু নির্ভর করছে বলে তিনি তখন মন্তব্যও করেছিলেন।
রাষ্ট্র পরিচালিত কেসিটিভি-র ফুটেজে উত্তর কোরিয়ার এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় বাড়ির ছাদ পর্যন্ত পানি দেখা গেছে।
পূর্বাঞ্চলীয় প্রদেশ সাউথ হ্যামগিয়ংয়ের ক্ষতিগ্রস্ত সেতু ও রেললাইনও ফুটেজে দেখানো হয়েছে। নদীতীরের বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকশ হেক্টর কৃষিজমিও পানিতে তলিয়ে গেছে।
পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠক হয়েছে বলে জানায় বার্তা সংস্থা কেসিএনএ।
কিম ওই বৈঠকে ছিলেন না, কিন্তু দলের কর্মকর্তারা তাঁর বার্তা পৌঁছে দেন। বার্তায় কিম দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে সেনাবাহিনীর যাওয়া উচিত বলে মন্তব্য করেন।
উত্তর কোরিয়ার আবহাওয়া বিভাগ দেশটিতে মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে।