বাংলাদেশসহ ছয় দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সিঙ্গাপুর
নভেল করোনাভাইরাসের কারণে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে সিঙ্গাপুর। গতকাল শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান থেকে ভ্রমণকারীদের সিঙ্গাপুরে প্রবেশে আর বাধা থাকছে না। সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
আগামী বুধবার (২৭ অক্টোবর) থেকে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে মানুষজন সিঙ্গাপুরে যেতে পারবেন। এসব দেশে থেকে সিঙ্গাপুরে যাওয়া লোকজনের ১০ দিন হোম কোয়ারেন্টিন পালন করতে হবে।
এর আগে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আসা কিংবা বিগত ১৪ দিনের মধ্যে এসব দেশে অবস্থান করা যাত্রীরা সিঙ্গাপুরে ঢুকতে এমনকি ট্রানজিট নিতেও পারবেন না। কিন্তু, এসব দেশের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল সিঙ্গাপুর।