বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার প্রবেশে নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের কাতারে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কাতার সরকার। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
গতকাল রোববার কাতারে নতুন করে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
এরপরই বাংলাদেশ, চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকদের কাতারে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
করোনাভাইরাসের প্রকোপের মুখে এরই মধ্যে কাতার এয়ারওয়েজ ইতালি থেকে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। প্রাণঘাতী এই ভাইরাসে ইতালিতে একদিনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে। জরুরি অবস্থা জারি করেছে ইতালি সরকার।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮২৫ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ নয় হাজার ৮৬২ জন। এর মধ্যে চীনে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১১৯ জনে পৌঁছেছে। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ২২ জনের। এ ছাড়া চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন।