বিদ্যুৎ সংকটে কিউবা, আগস্ট থেকে হাভানায় নিয়মিত লোডশেডিং
প্রকট বিদ্যুৎ সংকটের সম্মুখীন হয়েছে ক্যারিবীয় দেশ কিউবা। সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় কার্নিভাল উৎসব বাতিলসহ নানাবিধ কার্যক্রম হাতে নিচ্ছে দেশটির সরকার। আগস্ট মাস থেকে রাজধানী হাভানায় নিয়মিত লোডশেডিং হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এক কোটি ১২ লাখ মানুষের নগরী হাভানার ছয়টি অংশে সপ্তাহে তিন দিন করে দিনের বেলায় কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে দেশেটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা দিয়েছে।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর থেকেই সংকটে রয়েছে কিউবা। এরপর এসেছে মহামারি করোনা। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিশ্ব বাজার অস্থিতিশীল হওয়ায় সে সংকট আরও প্রকট হয়েছে।
২০২০ সালে কিউবার অর্থনীতি ১০ দশমিক নয় শতাংশ অবনতি হয়েছিল। পরের বছর মাত্র এক দশমিক তিন শতাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয় দেশটি।