বিলাওয়াল সন্ত্রাসের রক্ষক ও মুখপাত্র : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সন্ত্রাসের কারখানার রক্ষক, সমর্থক ও মুখপাত্র বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গত শুক্রবার (৫ মে) ভারতের গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ১২ বছর পর কোনো পাক পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেন। এই সফরের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে কি না, তা নিয়ে সংবাদমাধ্যমে জল্পনার অন্ত ছিল না। কিন্তু জয়শঙ্কর সব জল্পনায় পানি ঢেলে দিলেন।
অতিথি বিলাওয়ালকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন জয়শঙ্কর। চীন, রাশিয়াসহ একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করলেও বিলাওয়ালের সঙ্গে নয়। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে দেশ সন্ত্রাসবাদের শিকার, তারা কখনও সন্ত্রাসবাদের মদতদাতাদের সঙ্গে বৈঠক করে না।’
জয়শঙ্কর বলেন, ‘বিলাওয়াল ভুট্টো জারদারি বহুপাক্ষিক কূটনীতির অংশ হিসেবে ভারতে এসেছেন। তার এই সফর নিয়ে আমি এর থেকে বেশি কিছু দেখছি না।’
জয়শঙ্কর মনে করেন, ‘সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারের থেকেও দ্রুতগতিতে কমছে।’
জয়শঙ্কর যেদিন কথাগুলো বলেছেন, সেদিনই জম্মু ও কাশ্মীরের পুঞ্চের কাছে পাঁচজন ভারতীয় সেনা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন।
জয়শঙ্কর পরে বলেন, ‘যদি আমি ভালো অতিথি পাই, তাহলে অতিথি সৎকারও খুব ভালোভাবে করব। পাকিস্তান একদিকে সন্ত্রাস করবে, সন্ত্রাসে মদত দেওয়ার অধিকার দাবি করবে, ন্যূনতম আন্তর্জাতিক রীতি-নিয়ম মানবে না, এটা হয় না।’
জয়শঙ্কর বলেন, ‘আমরা একে অপরের বিরুদ্ধে খড়গহস্ত থাকব, তা ঠিক নয়। কিন্তু কোথাও না কোথাও তো একটা লাইন টানতে হবে। যদি প্রতিবেশী আমার শহর আক্রমণ করে, তাহলে তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা যাবে না।’