বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৬০ লাখ ছাড়াল
মহামারির তৃতীয় বছরের শুরুতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দুঃসময় কাটিয়ে উঠতে পেরেছে বিশ্ব, তবে কোভিডে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ লাখের দুঃখজনক মাইলফলক।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় মৃতের এই সংখ্যা হিসাব করেছে সব দেশের সরকারি তথ্যের সমন্বয় করে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, আর সেটা হয়ত কখনোই জানা যাবে না।
বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা ৬০ লাখ ২ হাজার ১৮৭ জনের পৌঁছায়। ওই সময় পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসের মোট সংখ্যা ছিল ৪৪ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৬৩ জন।
সিএনএন লিখেছে, টিকাদানের হার বাড়ায় বিশ্বজুড়ে প্রতিদিন কোভিডে মৃত্যুর সংখ্যাও অনেকটা কমে এসেছে গত কয়েক মাসে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও যেখানে প্রতিদিন ১১ হাজার মানুষের মৃত্যুর খবর আসছিল, এখন তা নেমে এসেছে সাত হাজারের ঘরে।
তারপরও যে মৃত্যু বিশ্বকে দেখতে হচ্ছে, তার ভার কম নয়। গত চার মাসেই ১০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তার আগের ১৯ মাসে এ ভাইরাস ৫০ লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে মহামারি শুরুর পর বিশ্বের প্রতি ১৩০০ মানুষের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচওর মহা পরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস এক টুইটে বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধ বিজয় ঘোষণার সময় এখনও আসেনি।
‘অনেক দেশে হাসপাতারে ভর্তি হওয়া এবং মৃত্যুর হার এখনও অনেক বেশি। ভাইরাসের অতি সংক্রামক নতুন কোনো ধরনের আবির্ভাবের শঙ্কাও অমূলক নয়। আমরা সবাইকে সতর্কতা মেনে চলার অনুরাধ জানাব, সরকারগুলোকে বলব, তারা যেন সঠিক পথ থেকে বিচ্যুৎ না হয়।’