বিশ্বে করোনায় দৈনিক শনাক্ত বাড়ছে
বিশ্বে নভেল করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু দিন দিন বাড়ছে। ২৪ ঘণ্টায় এ রোগে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন। এ সময়ে মারা গেছে ১০ হাজার ৫৫৬ জন। আর, নতুন করে সুস্থ হয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৩৭৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৬ লাখ ২৩ হাজার ৪৩৪ এবং মৃত্যু ছিল আট হাজার ৬৫৭। তার আগের দিন, শনাক্ত হয় ১৫ লাখ ৩৬ হাজার ৯০০ এবং মৃত্যু ছিল সাত হাজার ৮১৫।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারস বলছে, শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ভারতের নাম। এ সময়ে যুক্তরাষ্ট্রে দুই হাজার ৪৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ব্রাজিল ৯৫৬, রাশিয়া ৭৮৫, মেক্সিকো ৭০৬, পোল্যান্ড ৩৬০ এবং ভারত ৩০২ জনের মৃত্যু দেখেছে।
যদিও এ সময়ে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় দুই লাখ ১৯ হাজার ৮৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের দিনও দেশটিতে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়। সেদিন শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ৫৮ হাজার ৫০৭।
এক দিনে রাশিয়ায় এক লাখ ৩৭ হাজার ৬৪২, দক্ষিণ কোরিয়ায় এক লাখ ৭১ হাজার ৪৪৮ এবং ব্রাজিলে এক লাখ ৩৩ হাজার ৬২৬ জন শনাক্ত হয়েছে। এদিন বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শনাক্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৪৭৬ জন।
বিশ্বে এ পর্যন্ত নভেল করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার ২৭৫, মারা গেছে ৫৯ লাখ ৩৫ হাজার ৬৯২ জন। আর, সুস্থ হয়েছে ৩৫ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ১৯৭ জন।