বিশ্বে করোনায় মৃত্যুর হার কমেছে
বিশ্বে নভেল করোনাভাইরাসে মৃত্যুর হার কমতে শুরু করেছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণহানি ঘটেছে ছয় হাজার ৪৯৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৯ লাখ ৬৩ হাজার ৫৫০ জনে। আর এ পর্যন্ত এ ভাইরাসে আক্রন্ত হয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৫২৩ জন। সুস্থ হয়েছে ৩৬ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৭৫৩ জন।
আজ রোববার সকাল ৯টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের শেষ ২৪ ঘণ্টার তথ্য বলছে, বিশ্বে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৩ লাখ তিন হাজার ৪০০ জন। গতকাল শনিবার এ ভাইরাসে শনাক্ত হয় ১৬ লাখ নয় হাজার ৫৭৪ জন এবং মৃত্যু হয় আট হাজার ৩৪৭ জনের।
এর আগের চার দিন শনাক্ত ও মৃত্যুর হার ছিল ঊর্ধ্বমুখী। গত শুক্রবার শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে বলা হয়, করোনায় নতুন করে শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৫৯ হাজার ৩০৫ জন। এ সময়ে মারা যায় নয় হাজার ৫০৯ জন। একই সময়ে নতুন করে সুস্থ হয় ২২ লাখ ৩৮ হাজার ৪২৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ১৮ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন। এ সময়ে মৃত্যু হয় ১০ হাজার ৫৫৬ জনের। সেদিন কোভিড-১৯ থেকে সুস্থ হয় ২৪ লাখ ৯৬ হাজার ৩৭৬ জন।
তার আগের দিন গত বুধবার করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৬ লাখ ২৩ হাজার ৪৩৪ এবং মৃত্যু ছিল আট হাজার ৬৫৭। আর, মঙ্গলবার শনাক্ত হয় ১৫ লাখ ৩৬ হাজার ৯০০ এবং মৃত্যু ছিল সাত হাজার ৮১৫।