বিশ্বে করোনায় মৃত্যু ৪৭ লাখ
চলমান মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ছয় হাজারের বেশি লোক। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে সংক্রমিত মানুষের সংখ্যা সোয়া চার লাখের নিচে নামল।
সর্বশেষ এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। আর এর পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। এতে বিশ্বব্যাপী করোনায় সংক্রমিতের সংখ্যা ২২ কোটি ৯০ লাখের ঘর ছাড়িয়েছে। ভিন্ন দিকে প্রাণহানির সংখ্যাও এর মধ্যে ৪৭ লাখে পৌঁছে গেছে।
আজ রোববার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে প্রাণ হারিয়েছেন ছয় হাজার ৭৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রাণহানির সংখ্যা কমল দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৭ লাখ দুই হাজার ১০৭ জনে পৌঁছেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ১৬ হাজার ৬৫৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পেল এক লাখ ৪২ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২২ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৮১১ জনে দাঁড়িয়েছে।
এদিকে গেল এক দিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪০৪ জন। আর মারা গেছেন ৮৪৮ জন। মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত চার কোটি ২৮ লাখ ৬৬ হাজার ৬৫০ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মারা গেছেন ছয় লাখ ৯১ হাজার ৫৬১ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পর দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে শেষ এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮০৩ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৭৮৯ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ১২ লাখ ৩০ হাজার ৩২৫ জনে পৌঁছেছে। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯০ হাজার ৫৪৭ জন কোভিড রোগীর।
এমন পরিস্থিতিতে দৈনিক মৃত্যুর তালিকায় ওপরের দিকেই রয়েছে রাশিয়া। শেষ এক দিনে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৭৯৯ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩২৯ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ৫৪ হাজার ৭৫৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৯৭ হাজার ৪২৫ জনের।
এ দিকে করোনায় শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে প্রাণহানির সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। গেল এক দিনে দেশটিতে করোনায় শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩০৬ জন। আর নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১২১ জন। এতে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা তিন কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০ জনের পৌঁছে গেছে। আর মারা গেছেন চার লাখ ৪৪ হাজার ৮৬৯ জন।