বিশ্বে করোনায় মোট মৃত্যু ৪০ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। একই সময়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
এদিকে, বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে—এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৩২ কোটি ২০ লাখ ২৮ হাজার ৮২৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সে দেশে পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৮২৯ জন এবং মারা গেছে ছয় লাখ ছয় হাজার ২১৫ জন।
এ ছাড়া দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫৪০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৮৯ লাখ নয় হাজার ৩৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ছয় লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ চার হাজার ২১১ জনে।