বিশ্বে করোনায় শনাক্ত-মৃত্যু প্রায় স্থিতিশীল
বিশ্বে নভেল করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় স্থিতিশীল। শনাক্ত সামান্য কমলেও, তা খুব বড় অঙ্কের নয়। গতকাল শুক্রবারের মতোই শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে প্রায় ১৭ লাখ মানুষ। এ সময়ে মারা গেছে আট হাজারের বেশি।
আজ শনিবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারস বলছে—এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট ৪৪ কোটি ৪০ লাখ ২৯ হাজার ২৫১ জন শনাক্ত, ৬০ লাখ নয় হাজার ৮৩৭ জনের মৃত্যু ও ৩৭ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৮৩৩জন করোনা থেকে সুস্থ হয়েছে।
এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ১৬ লাখ ৯৭ হাজার ৩১৮ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আট হাজার ৩৪৩ জনের। আর, সুস্থতা ফিরে পেয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৮০৫ জন।
এদিন বেশি শনাক্তের তালিকায় আছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার নাম। সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। এর পরেই আছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড।
এর আগে গত বুধবার ১৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। পরদিন বৃহস্পতিবার বিশ্বে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ৪৪ কোটি ছাড়িয়ে যায়।