বিশ্বে করোনায় সর্বোচ্চ শনাক্ত দক্ষিণ কোরিয়ায়, মৃত্যু যুক্তরাষ্ট্রে
বিশ্বে নভেল করোনাভাইরাসে এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ৭৯৭ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৯৯ হাজার ৮৮৩ জন।
আজ বুধবার সকাল সোয়া ৮টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৩ লাখ। আর মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি।
দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই আছে রাশিয়া, জার্মানি ও ব্রাজিলের নাম এবং দৈনিক শনাক্তের তালিকায় দক্ষিণ কোরিয়ার পরপরই আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড ও মেক্সিকো।
শেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্তের সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৪২৭, অস্ট্রেলিয়ায় ২৭ হাজার ২৭৭, নিউজিল্যান্ডে ২২ হাজার ৪৯৫ জন। এ সময়ে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৭৭৬ জন।
করোনা থেকে বেশি সুস্থতা ফিরে পেয়েছে থাইল্যান্ডে। সে দেশে শেষ ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৪৭ জন সুস্থ হন। একই সময়ে বেলজিয়ামে ১৯ হাজার ৮৩৭ জন, নিউজিল্যান্ডে ১২ হাজার ১৮৭ জন, মেক্সিকোতে নয় হাজার ৪৯৭ জন সুস্থতা ফিরে পান।
২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সেই থেকে আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১১, মোট মৃত্যু ৬০ লাখ ৩৪ হাজার ৯৬৮। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩৮ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ৬৮৭ জন।