বিশ্বে করোনায় ৪১ লাখ ৮৬ হাজারের অধিক প্রাণহানি
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। বর্তমানে ডেল্টার নতুন ধরন ডেল্টা প্লাস’ও শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৮৬ হাজার ৩১৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৯৬ কোটি ছয় লাখ ৮১ হাজার ৯০৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৬৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ১১ হাজার ৭৮০ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ১৭৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ২২ হাজার ২২ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে একদিনেই শনাক্ত হয়েছে আরও ১৬ হাজার ২৩০ জনের। গত দিন সর্বোচ্চ মৃত্যুর পর গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৭ জনের। এর মাধ্যমে দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জন। এ ছাড়া আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার শতকরা ৩০.১২ শতাংশ।
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ। অদ্যাবধি সুস্থ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। দেশে সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৩৪ জন, চট্টগ্রামে ৬২ জন, রংপুরে ১৬ জন, বরিশালে নয়জন, সিলেটে ১৮ জন, রাজশাহীতে ২১ জন এবং ময়মনসিংহে সাতজন মারা গেছেন।