বিয়েবাড়িতে নাচতে নাচতে হার্ট অ্যাটাকে মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যুবকের। মুহূর্তে ঝলমলে বিয়েবাড়ি পরিণত হয় বিষাদে সাগরে। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোমোধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে জানা যায়, ঘটনাটি হায়দরাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামের। মারা যাওয়া কিশোরের নাম মুত্যম। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানায় গিয়েছিল তিনি। ওইদিন বিয়েবাড়িতে অন্যদের সঙ্গে উদ্দাম নাচে মেতে ওঠেন মুত্যম। নাচতে নাচতেই মৃত্যু হয় তার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গানের তালে নাচে মাতোয়ারা এক যুবক। কিন্তু নাচতে নাচতে তিনি হঠাৎ থমকে দাঁড়ান এবং একটু পরেই মাটিতে হুমড়ি খেয়ে পড়েন।
প্রথমে হয়তো কেউ বুঝে উঠতে পারেননি কী হয়েছে। কয়েক সেকেন্ড পরেই লোকজন ছুটে এসে মুত্যমকে তোলার চেষ্টা করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে দ্রুত নিকটবর্তী ভাইসা আরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে লাভ হয়নি। চিকিৎসকরা জানান, এরই মধ্যে তার মৃত্যু হয়েছে।
কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুর আরেকটি ঘটনা ভাইরাল হয়েছিল ভারতে। গত ২২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জিম করতে করতে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান এক পুলিশ কনস্টেবল। অর্থাৎ একই রাজ্যে মাত্র চারদিনের ব্যবধানে একই ধরনের ঘটনা ঘটলো দুবার।