বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় নেতা সাদ রিজভী
তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান পার্টির (টিএলপি) শীর্ষ নেতা সাদ হুসেইন রিজভী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার তিনি পাঞ্জাবের উত্তরাঞ্চলীয় অটক শহরে গাঁটছাড়া বাধেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টেলিভিশন এই খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, অটক জেলা শহরের নিকা কালান জেলায় সাদ হুসেইন রিজভী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে মুফতি মুনিব উর রহমানসহ রিজভির পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এর আগে তেহরিক-ই লাব্বাইক পার্টির এই নেতা বিবাহের উদ্দেশ্যে নিকা কালান শহরে রওনা দেন। সাদ রিজভীর বিয়ে পরবর্তী ভোজে দলের কর্মী এবং নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি লাহোরে এই ভোজ (ওয়ালিমা) অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, শনিবার পাকিস্তানের মিনার-ই পাকিস্তান সাবজাজার মাঠে (ওয়ালিমা) অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ অনুষ্ঠানের অনুমতি প্রদান করেছে।
২০২০ সালের ২২ নভেম্বর রিজভীর বিয়ের কথা ছিল। কিন্তু বিয়ের মাত্র দুদিন আগে তার বাবা তেহরিক-ই লাব্বাইক পার্টির সাবেক প্রধান খাদিম হুসেইন রিজভী মারা যান। এ কারণে বিয়ে পিছিয়ে যায়।