বুকে গুলিবিদ্ধ শিনজো আবের অবস্থা সংকটাপন্ন
গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর অবস্থা এখন সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকেরা।
আজ শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় হত্যার উদ্দেশ্যে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রভাবশালী পত্রিকা দ্য জাপান টাইমস। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে আবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম ‘দ্য আসাহি শিম্বুন’ জানিয়েছে, এ ঘটনায় ৪১ বছর বয়সি এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নারা শহরের কিনটেটসু লাইন এলাকার ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে প্রচার কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন শিনজো আবে। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়।
গুলিবিদ্ধ হওয়ার পর তিনি কার্ডিওপালমোনারি তথা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো।
বিবিসি জানিয়েছে, জাপানে আনুষ্ঠানিকভাবে হৃদরোগে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে সাধারণত এই কার্ডিওপালমোনারি শব্দটি ব্যবহার করা হয়।
উল্লেখ্য, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ।