বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে কী কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জেলেনস্কি।
রোববার ইউক্রেনে রুশ অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ মংবাদমাধ্যম বিবিসি।
এর আগে রাশিয়া বলেছিল, ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে রাশিয়ার একটি প্রতিনিধিদল এরই মধ্যে বেলারুশে পৌঁছেছে।
তবে বেলারুশের মিনস্কে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, মিনস্কে আলোচনা করা সম্ভব হতো যদি রাশিয়া বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে আক্রমণ না চালাতো। যদিও তিনি বলেছেন, অন্য কোনো স্থানে আলোচনার জন্য তিনি প্রস্তুত আছেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে। অপরদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ২১০ জনের বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এগারোশ’র বেশি মানুষ। ইউক্রেনের সরকারি কর্মকর্তা লিউডমিলা ডেনিসোভা এ তথ্য জানিয়েছেন।