ভারতসহ ১৬ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
পুনরায় করোনা প্রাদুর্ভাব শুরুর পর ১৬টি দেশে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট অধিদপ্তর এ নিষেধাজ্ঞা জারি করেছে। খবর সৌদি গেজেট ও গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
দেশটিতে গত কয়েক সপ্তাহে দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকার পর এ নিষেধাজ্ঞা এসেছে।
তবে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে এখনও মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
সৌদি আরবের স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, দেশটিতে ‘মাঙ্কিপক্সে’ আক্রান্ত রোগী শনাক্তে কাজ করছে সরকার।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ছড়িয়েছে পড়েছে মাঙ্কিপক্স। এর মধ্যে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী বেশি পাওয়া গেছে।
ইউরোপের যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনে এ রোগে আক্রান্ত রোগী পাওয়া শনাক্ত হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় এ রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এখন পর্যন্ত বিশ্বে ৯০ জনের বেশি মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। এ রোগ আরও ছড়াতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শনিবার সতর্ক করেছে।