ভারতের কৃষক আন্দোলনের পক্ষে মিয়া খলিফা
ভারতের কৃষক আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়ছে দেশের বাইরেও। গত দুদিনে এই আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন মার্কিন পপ-তারকা রিহানা ও জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। এবার এই আন্দোলন নিয়ে মুখ খুললেন সাবেক পর্ন তারকা মিয়া খলিফা।
টুইটে তিনি লিখেছেন, কৃষি আন্দোলন বন্ধ করার জন্য ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির কিছু অংশে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
আরও একটি টুইটে মিয়া বলেন, যারা ওখানে আন্দোলন করছেন তারা কেউই অর্থের বিনিময়ে অভিনয় করছেন না। কাস্টিং ডিরেক্টররা নিশ্চয়ই অ্যাওয়ার্ড সেরিমনিতে তাদের উপেক্ষা করবেন না। আমি সব সময় কৃষকদের পাশে আছি।
এর আগে টুইটারে থানবার্গ লিখেছেন, ভারতে কৃষকদের প্রতিবাদকে আমরা সমর্থন জানাচ্ছি। এরপর তিনি #FarmersProtest হ্যাশট্যাগও দেন তার পোস্টে। এছাড়া মার্কিন গায়িকা রিহানা টুইটে লিখেছেন, আমরা এ নিয়ে কেন কথা বলছি না?