ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রিভা এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় রিভা জেলার সুহাগি পাহাড়ি এলাকার কাছে এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে।
বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ১০০ যাত্রী ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
গুরুতর আহতদের রিভার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের সুহাগির জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন, বাসটির যাত্রীদের অধিকাংশই উত্তর প্রদেশ থেকে আসা শ্রমিক, তারা মধ্যপ্রদেশের কাতনি থেকে বাসটিতে উঠেছিলেন।