ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন লেগে নিহত ১১
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক এলাকায় আজ সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ১১ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৮ জন।খবর এনডিটিভির।
নাসিক পুলিশ জানায়, নাসিক-আওরঙ্গবাদ মহাসড়কে ডিজেলবাহী একটি ট্রেইলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়।
নাসিক পুলিশের ডেপুটি কমিশনার অমল টাম্বে জানান, নিহতদের অধিকাংশই শ্লিপার কোচ হিসেবে পরিচিত বাসটির যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং আগুন লাগার মূল কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ১৫ মিনেটে এই দুর্ঘটনা ঘটে আর এর পরপরই তারা পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেয়।
এদিকে, এই দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য দুই লাখ রুপি করে ও আহতদের প্রতিজনকে৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসা খরচ মহারাষ্ট্র সরকার বহন করবে বলে জানানো হয়েছে।
এদিকে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।