ভারতের সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনারের লাশ উদ্ধার
ভারতের সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের বানজারা হিলসের বাড়িতে প্রত্যুষাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
৩৫ বছর বয়সি প্রত্যুষা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। খবর এনডিটিভির।
প্রত্যুষা নিজের নামে ফ্যাশন ডিজাইনের প্রতিষ্ঠান চালাতেন। তিনি তাঁর বানজারা হিলসের বাসায় একটি ফ্যাশন স্টুডিও চালাতেন। বলিউড, টলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা প্রত্যুষার ডিজাইন করা পোশাক পরতেন।
পুলিশ বলছে, প্রত্যুষাকে তাঁর বাসার বাথরুমে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁর নিথর দেহ উদ্ধার করে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশের ভাষ্য—প্রত্যুষা আত্মহত্যা করেছেন বলে তারা সন্দেহ করছে। কারণ, তাঁর শয়নকক্ষ থেকে বিষাক্ত গ্যাস উদ্ধার করা হয়েছে। এ গ্যাস সেবন করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
সাম্প্রতিক সময় ভারতে একাধিক তারকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।