ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ৫০ ছাড়াল
ভারতে গতকাল মঙ্গলবার একদিনে আরো ৯ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ছয়জন কেরালা ও তিনজন কর্ণাটক রাজ্যের বাসিন্দা। এ নিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬ জনে।
কেরালায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গত তিন দিনে করোনাভাইরাসে নতুন ১২টি পজিটিভ কেস পাওয়া গেছে। অত্যন্ত ছোঁয়াচে এই করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়তে থাকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত কেরালা রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। করোনাভাইরাস সন্দেহে কেরালায় মোট ২৭০ জনের ওপর স্বাস্থ্য নজরদারি চলছে। তাঁদের মধ্যে ৯৫ জন ‘উচ্চ মাত্রার ঝুঁকিতে’তে রয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার সকালেই করোনাভাইরাসের কারণে ইরানে আটকে পড়া ৫৮ ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট। ওই ফ্লাইট ভারতের মাটি ছোঁয়ার পর ‘মিশন কমপ্লিটেড’ বলে টুইট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ ও তেলেঙ্গানার পর গত সোমবার করোনাভাইরাস হানা দেয় কর্ণাটক, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে।
বিশ্বের ১১৫টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৯০ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ১৯ হাজার ২৩০ জন। আর করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৩৩৫ জন। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এসব তথ্য জানিয়েছে।