ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩ : বিদেশমন্ত্রীর উদ্বেগ
ভারতে করোনাভাইরাসের দাপট ক্রমেই বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩। এই অবস্থায় আজ বৃহস্পতিবার করোনা নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগের একটি বিষয় উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘ব্যতিক্রমী পরিস্থিতিতে ব্যতিক্রমীভাবে মোকাবিলা করা প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘এই সময়ে ভ্রমণ না করাই ভাল। কারণ এতে ঝুঁকিটা বাড়ে। এযাবৎ দেশে ৭৩ জন করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।’
গত দুসপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা লাফিয়ে বেড়েছে। সব থেকে বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে কেরালা রাজ্যে।
ভারতে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় সব ধরনের পর্যটন ভিসা স্থগিত করেছে দেশটি। এরই মধ্যে করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এমন পরিস্থিতিতে কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের পর্যটন ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে ভারত। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৬৭ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতালি থেকে ভারতে গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে। তবে কূটনীতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠনগুলোর কর্মকর্তারা এ পদক্ষেপের আওতাধীন নন। ভারত জানিয়েছে, আগামীকাল ১৩ মার্চ (ভারতীয় সময়) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ভিসার এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
যেসব দেশে করোনা ছড়িয়ে পড়েছে, এর আগে সেসব দেশের নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছিল।