ভারতে কারখানায় গ্যাস লিকেজ : নিহত ৯, হাসপাতালে ১১
ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় একটি কারখানায় গ্যাস লিক হওয়ার ঘটনায় ৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অচেতন অবস্থায় আরও ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।
দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধারকর্মী, ডাক্তার, অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের দল কাজ করছে। লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতী তিওয়ানা সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘এ ঘটনায় গ্যাস লিকেজের বিষয়টি স্পষ্ট। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যরা ওই এলাকায় মানুষকে সরিয়ে নিতে এবং উদ্ধার অভিযান চালাতে ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন।’
স্বাতী তিওয়ানা বলেন, গ্যাসের ধরন এবং উৎস সম্পর্কে এখনও জানা যায়নি। এনডিআরএফের দল এটি তদন্ত করে দেখবে। তাৎক্ষণিকভাবে জনাকীর্ণ এলাকাটি খালি করতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আরও বিস্তারিত শিগগিরই জানানো হবে।
টুইটারে মুখ্যমন্ত্রী বলেন, ‘লুধিয়ানার গিয়াসপুরা এলাকার কারখানায় গ্যাস লিক হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ, সরকারি কর্মকর্তা ও এনডিআরএফের টিম উপস্থিত রয়েছে। সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। শিগগিরই বাকি তথ্য জানানো হবে।’