ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে নিহত ১৩
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধর জেলার খালঘাট সঞ্জয় সেতুর রেলিং ভেঙে বাসটি নর্মদা নদীতে পড়ে যায়।
প্রায় ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন নদীতে থাকা জেলেরা। বেশ কয়েকজন এখনও নিখোঁজ বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত মহারাষ্ট্র রোডওয়েজের বাসটিতে যাত্রী ছিল কমপক্ষে ৫৫ জন। বাসটি খারগোন ও ধর জেলার সীমান্তে নর্মদা নদীতে পড়ে যায়। সোমবার সকাল সাড়ে ৭টায় বাসটি ইন্দোর থেকে পুনের পথে রওনা হয়। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়। খবর পাওয়ার পরই খারগোনও ও ধর জেলার জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন।
উদ্ধারকারীরা জানিয়েছে, সেতুর রেলিং ভেঙে বাসটি সরাসরি নদীতে না পড়ে, পাশেই পাথরের ওপরে পড়ে উল্টে যায়। আগ্রা-মুম্বাই হাইওয়েতে খালঘাট সঞ্জয় সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে বাসটি।
এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে জানিয়েছেন, ‘দুর্ঘটনাস্থলে জেলা প্রশাসনের দল পৌঁছে গেছে। বাসটিকে তোলা হয়েছে। ধার জেলার খারগোন প্রশাসনের সঙ্গে আমি সারাক্ষণ যোগাযোগে আছি। আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দুর্ঘটনার কারণ অজানা হলেও মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, বাসের ব্রেক কিংবা স্টিয়ারিংয়ে গোলযোগের কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজন ও আহতদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।