ভারতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে তিন দিনের রিমান্ডে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখিমপুর খেরিতে গত সপ্তাহে গাড়িচাপা দিয়ে আন্দোলনরত চার কৃষককে হত্যার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিনতা রামের আদালত আজ সোমবার উত্তর প্রদেশ পুলিশকে আশিস মিশ্রকে হেফাজতে নেওয়ার অনুমতি দেন। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে হত্যাকাণ্ডের পাঁচ দিন পর গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয় আশিস মিশ্রকে।
উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল শনিবার রাত ১১টার পর সাংবাদিকদের জানান, তদন্তে অসহযোগিতা করার কারণে তারা আশিসকে গ্রেপ্তার করেছেন।
উত্তর প্রদেশের সংযুক্ত কৃষক মোর্চা প্রথম থেকেই আশিসকে দায়ী করে এলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এই অভিযোগ উড়িয়ে দিয়ে আসছিলেন। তিনি দাবি করছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতেই ছিলেন না আশিস। যদিও পরবর্তীকালে গাড়িচাপা দেওয়ার ঘটনার যে ভিডিও ভাইরাল হয় তাতে প্রতিমন্ত্রীর ছেলে আশিস ওই গাড়িতেই ছিলেন বলে অভিযোগ ওঠে।