ভুল করে প্রধানমন্ত্রীর চেয়ারেই বসলেন নেতানিয়াহু (ভিডিও)
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দীর্ঘ ১২ বছর ধরে একটি চেয়ারেই বসতেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেটি অবশ্যই প্রধানমন্ত্রীর চেয়ার। কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রী নন। তবু অভ্যাসের বশে প্রধানমন্ত্রীর চেয়ারেই বসে পড়লেন সদ্য ক্ষমতা হারানো ইসরাইলের বিরোধী দলীয় নেতা নেতানিয়াহু।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কদিন আগেই নির্বাচনে হেরে প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরতে হয়েছে নেতানিয়াহুকে। কিন্তু সোমবার পার্লামেন্টে গিয়ে তিনি হয়তো এক যুগের অভ্যাস ভুলতে পারেননি। তাই আনমনেই হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসে পড়েন।
তবে সঙ্গে সঙ্গে তাঁকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করে তাঁর জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয়।
এদিকে গত রোববার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ বছর বয়সী নাফতালি বেনেট। জাতীয়তাবাদী দলের নেতা নাফতালি বেনেটের জন্য ক্ষমতা ধরে রাখাটা কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, তাঁকে রাজনৈতিকভাবে ডানপন্থি, বামপন্থি ও মধ্যপন্থি দলগুলো মিলিয়ে আট দলের একটি বড় জোট সামলে চলতে হবে। এই আট দলের মধ্যে ছোট্ট একটি আরব গোষ্ঠীও রয়েছে।