মধ্য জাপানে তাইফুন নানমাডলের আঘাতে নিহত ২
জাপানে তাইফুন ‘নানমাডল’ আঘাত হেনেছে। এতে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া বসে যায়। এসব কারণে ভূমিধস হয়েছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। কিয়োডো সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা জানায়, রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কিছু অংশে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার (সাত দশমিক ৮ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
টাইফুন নানমাডলের কেন্দ্রে প্রায় ৬৫ কিলোমিটার (প্রতি ঘণ্টায় ৪০ মাইল) বেগে বাতাস বইছিল। এ সময় প্রায় ৯০ কিলোমিটার বেগে (প্রতি ঘণ্টায় ৫৬ মাইল) দমকা হাওয়া বয়ে যায়।
তাইফুনের কারণে ভূমিধসে নিহত ব্যক্তির বয়স ৪০ বছর। অন্যজন জলাশয়ে ডুবে মারা গেছেন। তার বয়স ২৯ বছর। তাইফুনের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।
চুবু ইলেকট্রিক পাওয়ার গ্রিড কোম্পানির মতে, শনিবার সকাল পর্যন্ত প্রায় এক লাখ ২০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেশটিতে তাইফুনের কারণে কিছু বুলেট ট্রেন পরিষেবা স্থগিত রয়েছে।
জাপানে বছরের পর বছর ধরে আঘাত হানছে তাইফুন নানমাডল। দেশটিতে যতগুলো বড় ঝড় আঘাত হানে, তার মধ্যে এটি একটি।