মমতাকে ইতালি যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতালি সফরের অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। অক্টোবরের প্রথম সপ্তাহে রোমে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের প্রধানের।
গতকাল শুক্রবার গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব চিঠি দিয়ে জানিয়েছেন, যে কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে, মন্ত্রণালয় মনে করে, ওই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। তাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতালি সফরের অনুমতি দেওয়া হচ্ছে না।
অক্টোবরের ৬-৭ তারিখে রোমে ওই কর্মসূচি হওয়ার কথা। ইতালির একটি বেসরকারি সংগঠন ওই কর্মসূচির উদ্যোক্তা। কর্মসূচিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, পোপসহ ইতালির শীর্ষ রাজনৈতিক নেতাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
কর্মসূচিতে আমন্ত্রণ জানানোর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তা গ্রহণ করেছিলেন। এবং তাঁর সফরসূচিও চূড়ান্ত করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতিও নিচ্ছিলেন।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক’ বলছেন তৃণমূল নেতৃত্ব।
জানা যায়, ইতালির যে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করেছে সেটির বয়স ৫০ এর অধিক। ৭০টি দেশে তাদের সদস্য রয়েছে। এবং এর সদস্য সংখ্যা ৫০ হাজারের বেশি।