মহারাষ্ট্রের নদী থেকে একই পরিবারের ৭ জনের মরদেহ উদ্ধার
ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ভীমা নদী থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই পরিবারের সদস্য বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, গত ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে নদী থেকে চারটি মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ওই নদী থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করেছে ডুবুরি। ওই পরিবারের সাত জনের মধ্যে তিন শিশুও রয়েছে।
পুনে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই অনুমান করছেন। যদিও দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।