মাজার-ই-শরিফ যেন ‘ভূতুড়ে নগরী’
নিজের প্রিয় শহরটিকে চিনতে কষ্ট হচ্ছে নাসিম জাভেদের (ছদ্মনাম)। আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের বাসিন্দা নাসিম। জানালেন, শহরের বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। মানুষজন নিজেদের ঘরবাড়ি থেকে বের হচ্ছে না। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নাসিম জাভেদ বলেন, ‘এ যেন উদ্বেগ আর ভয় নিয়ে অপেক্ষা করা। কেবলই মনে হচ্ছে, অজানা কোনো কিছু আমাদের গ্রাস করতে আসছে।’
জাভেদ জানান, মাজার-ই-শরিফ হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে উদারপন্থি শহরগুলোর একটি। এখানকার তরুণ প্রজন্ম চলচ্চিত্র, সংগীত ও শিক্ষার সুযোগের মতো যথেষ্ট স্বাধীনতা নিয়ে বড় হয়েছে। এই প্রজন্মের কথা ভেবে উদ্বিগ্ন তিনি।
‘বিশেষ করে তরুণীদের জন্য পরিস্থিতি বেশি কঠিন হবে। ডাক্তারি পড়তেন, এমন বেশ কয়েক জন নারী শিক্ষার্থীকে আমি চিনি, যাঁরা চমৎকার চিকিৎসক হতে পারতেন। কিন্তু, এখন তাঁরা পড়াশোনা কীভাবে শেষ করবেন জানেন না’, বলেন নাসিম।
নাসিম আরও জানান, তালেবান বিদ্রোহীরা ধনসম্পত্তি লুটপাট করছে বলে তিনি শুনেছেন। তাঁর এক আত্মীয়ের একটি দামি গাড়ি ছিল। তালেবান তাঁর গাড়িটি একটি ব্যস্ত সড়ক থেকে নিয়ে গেছে।
এ ধরনের ঘটনা নাসিমকে এতটাই আতঙ্কিত করে তুলছে যে, তিনি ‘বেশ কয়েক দিন ধরে ঘুমাতে পারছেন না’।
আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এরই মধ্যে যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।