মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত, ভোট দেয়নি বাংলাদেশ
ইউক্রেনে গণহত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ২০১১ সালে লিবিয়ার পরে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ অধিবেশনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আনা রাশিয়ার সদস্যপদ স্থগিত করার প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, বিরুদ্ধে ২৪টি দেশ। ভোটদানে বিরত থেকেছে ৫৮টি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশও।
সাতচল্লিশ সদস্যের মানবাধিকার পরিষদ থেকে সাময়িকভাবে রাশিয়াকে বরখাস্ত করার জন্য প্রস্তাবের পক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল।
ইউক্রেনের বুচা শহরে নিরীহ নাগরিকদের মেরে রাস্তায় ফেলে রাখার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পরই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বের করে দেওয়ার প্রস্তুতি শুরু করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো৷ যুদ্ধপরাধের জন্য রাশিয়ার সেনাবাহিনীর বিচার চেয়েও ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র।
কূটনৈতিক বিশেষজ্ঞেরা বলছেন, মানবাধিকার কাউন্সিল থেকে কোনও রাষ্ট্রের সাময়িক বহিষ্কার হওয়ার ঘটনা বিরল। এর আগে লিবিয়ায় মুয়াম্মর গাদ্দাফির বাহিনী বিদ্রোহীদের ওপরে সহিংস হামলা চালানোয় ২০১১ সালে লিবিয়াকে সাসপেন্ড করা হয়েছিল। বৃহস্পতিবার যে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়েছে, তার খসড়ায় বলা হয়েছে, ‘ইউক্রেনে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং প্রবল মানবিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।’