মারিউপোলকে ‘রিসোর্ট শহরে’ পরিণত করতে চায় বিচ্ছিন্নতাবাদীরা
রুশ সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের (ডিপিআর) প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, মারিউপোলকে একটি রিসোর্ট শহরে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের। সোমবার মারিউপোলে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি একথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ডেনিস পুশিলিন বলেন, ‘রাশিয়া এখানে অনন্তকাল থাকবে এবং আপনারা শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছেছেন। এখন এই শহর দোনেৎস্ক প্রজাতন্ত্রের। কেউ আমাদের কাছ থেকে এই শহর কেড়ে নিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের শক্তি রয়েছে, আছে সুযোগ, বৃহত্তম সুন্দর দেশ রাশিয়ার সমর্থন রয়েছে। মারিউপোলকে রিসোর্ট শহরে পরিণত করতে হবে। যা অতীতে করা সম্ভব হয়নি।’
পুশিলিন জানান, কয়েকশ ইউক্রেনীয় যোদ্ধার অবস্থান নেওয়া আজভস্টাল স্টিল কারখানা শহরের বাস্তু সংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরো বলেন, ‘আজভস্টাল যদি পুনরায় সচল করা না যায় তাহলে আমরা একটি রিসোর্ট শহর গড়ে তুলব। এতে শহরে কর্মসংস্থান ও রাজস্ব নিয়ে আসবে।’
তিনি জানান, ডিপিআর নিজেদের ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। এটি অর্জনের পর প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২১ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। পরে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। পুতিন এই আক্রমণকে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করছেন। ইউক্রেন ও পশ্চিমারা বলছে, বিনা উসকানিতে আগ্রাসী যুদ্ধ শুরু করেছেন পুতিন।